গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২০২৪- ২০২৫ অর্থবছরে মানবিক সহায়তা কর্মসুচির আওতায় দুঃস্থ অসহায় পরিবারের মাঝে ভিজিএফ এর চাউল সুষ্ঠু ভাবে বিতরন করা হয়েছে।
মঙ্গলবার ইউনিয়ন পরিষদ চত্বরে আনুষ্ঠানিক ভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুর ও দায়িত্বরত ট্যাগ অফিসার।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের বাস্তবায়নে এ ইউনিয়নে ৩ হাজার ৭ শত ৯০ জন সুবিধাভোগিদের মধ্যে জনপ্রতি ১০ কেজি করে এ চাউল বিতরণ করা হয়।
সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার কাজী অনিক ইসলাম বিতরন কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বিতরন ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করেন। এ সময় সাদুল্লাপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ময়নুল ইসলাম,নলডাঙ্গা ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা আব্দুল ওয়াহাব সরকার ও গণমাধ্যমকর্মীসহ ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :