AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে সরকারি খাস জমি ও খেলার মাঠ পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন


Ekushey Sangbad
আবু নাসের লিমন, মুন্সিগঞ্জ
০৪:১৯ পিএম, ১৮ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে সরকারি খাস জমি ও খেলার মাঠ পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বেতকা ইউনিয়নের দক্ষিণ রায়পুর মৌজার সরকারি খাস জমি ও খেলার মাঠ ভূমি দস্যু হতে পুনরুদ্ধার ও তৃনমূল কৃষকের মাঝে বন্টনের জন্য মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। 


রবিবার বিকেল ৪ঃ৩০ মিনিটে বেতকা দক্ষিন রায়পুর ইছামতী নদীর পাড়ে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনকারীরা জানান, আওয়ামী কৃষক লীগ নেতা স্বপন খান দীর্ঘদিন ধরে দলীয় প্রভাব খাটিয়ে জোড় পূর্বক বেতকা রায়পুরের  প্রায় ১৫ একর খাস জমি ভোগ করে আসছে। এছাড়াও এখানে যে খেলার মাঠটি ছিলো সেই মাঠে খেলতে গেলে ছেলেদের মারধর ও হুমকি প্রদান করে অভিযুক্ত স্বপন খান ৷ 

এলাকাবাসী আরো জানায়, মাদক ব্যবসা সহ নানা অপকর্ম করে এলাকার দুর্নাম করেছে এই স্বপন। স্থানীয় নায়েবের কাছে গিয়েও কোনো প্রতিকার না পেয়ে সর্বশেষ ইউএনও অফিসে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

প্রশাসন এই ভূমিখোর স্বপনের থেকে এই জমি উদ্ধার করে স্থানীয় অসহায় কৃষকের মাঝে বন্টন করে দিলে আমরা খুশি হবো এছাড়াও ছেলেদের খেলার মাঠ টি পুনরুদ্ধার করে তাদের খেলাধুলার ব্যবস্থা করে দেওয়ার জন্য অনুরোধ করা হয়। এ ব্যাপারে স্বপন খান জানান, এসব মিথ্যা অভিযোগ,  আমি ১কানি জমি দাবী করছি ।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!