AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাস্তার পাশে পড়েছিল ১১ মামলার আসামির মরদেহ, পিকাপভ্যানসহ আটক-১


Ekushey Sangbad
সাইফুল, মাদারগঞ্জ, জামালপুর
০৪:৫৪ পিএম, ১৮ মার্চ, ২০২৫
রাস্তার পাশে পড়েছিল ১১ মামলার আসামির মরদেহ, পিকাপভ্যানসহ আটক-১

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় গরু চুরির ১১ মামলার আসামি শাহীন মিয়ার (৪৩) মরদেহ উদ্ধার করেছে পুলিশ । মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে উপজেলার আদারভিটা ইউনিয়নের বাজিতেরপাড়া এলাকার একটি ব্রীজের পাশ থেকে শাহীন মিয়ার মরদেহ উদ্ধার করা হয়।

এছাড়াও আদারভিটা এলাকা থেকে চুরির কাজে ব্যাবহৃত একটি পিকাপভ্যানসহ ৭ মামলার আরেক আসামি আব্দুল জলিলকে (৪২) আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) মো. সাইদুর রহমান।

নিহত শাহীন মিয়া জামালপুর সদর উপজেলার পশ্চিম নাছিরপুর এলাকার মৃত জাহেদ আলী নেদলের ছেলে। তার বিরুদ্ধে একটি হত্যা মামলা ও ১০টি গরু চুরির মামলা রয়েছে। পুলিশের হাতে আটক হওয়া আব্দুল জলিল জামালপুর সদর শহরের ডাকপাড়া এলাকার মৃত আব্দুল করিমের ছেলে। তার বিরুদ্ধে গরু চুরির সাতটি মামলা রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত ৩টার দিকে মাদারগঞ্জ উপজেলার আদারভিটা এলাকায় গরু চুরির একটি পিকাপভ্যানকে ধাওয়া করে স্থানীয়রা। রাস্তায় মাদারগঞ্জ মডেল থানার টহল পুলিশ পিকাপভ্যানটি থামিয়ে আব্দুল জলিলকে চিনতে পেরে গাড়ী থেকে তাকে নামিয়ে নেন। এসময় চোরেরদল পিকাপভ্যানটি দ্রুতগতিতে চালিয়ে সেখান থেকে চলে যায়। কিছু দূর যাওয়ার পর  একটি জায়গায় পিকাপভ্যানটি রেখে পালিয়ে যায় চোরের সদস্যরা।

এদিকে মঙ্গলবার সকালে বাজিতেরপাড়া এলাকায় ব্রীজ সংলগ্ন অজ্ঞাত ব্যাক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। আটক আব্দুল জলিল তার সহযোগী শাহীন মিয়ার লাশ বলে সনাক্ত করেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এবিষয়ে সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) মো. সাইদুর রহমান বলেন, রাতে আব্দুল জলিল নামে একজনে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনী কার্যক্রম প্রক্রিয়ধীন রয়েছে। তার সহযোগী শাহীন মিয়ার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!