AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ট্রাক্টর চালক নিহত


Ekushey Sangbad
আব্দুল ওয়াহাব, চাঁপাইনবাবগঞ্জ
০৮:৩৫ পিএম, ১৮ মার্চ, ২০২৫
চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ট্রাক্টর চালক নিহত

চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে একটি অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় আবুল কাশেম (৫৫) নামে একজন ট্রাক্টর চালক নিহত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) বিকেল সাড়ে ৪ টার দিকে রহনপুর-নাচোল রেলপথের হিরুপাড়া রেলক্রসিংয়ে এ দূর্ঘটনা ঘটে।


স্থানীয়রা জানান, বিকেলে রাজশাহী থেকে রহনপুরগামী কমিউটার ট্রেনটি রহনপুর পৌর এলাকার হিরুপাড়া রেলক্রসিং অতিক্রম করার সময় অরক্ষিত ওই স্থানে হঠাৎ ট্রাক্টরটি রাস্তা পারাপারের জন্য রেললাইনে উঠে পড়ে। এসময় কমিউটার ট্রেনের ধাক্কায় ট্রাক্টর চালক আবুল কাশেম (৫৫) ঘটনাস্থলেই মারা যায়। তিনি রহনপুর পৌর এলাকার নুনগোলা গ্রামের নুর মোহাম্মদের ছেলে। এ সময় ট্রেনের ধাক্কায় ট্রাক্টরটিও ভেঙ্গে চুর্ণ বিচুর্ণ হয়ে যায়।


এ বিষয়ে রহনপুর রেলওয়ে ষ্টেশন মাস্টার মানসুরা খাতুন জানান, রেলক্রসিংয়ে দুর্ঘটনায় ট্রাক্টর চালক নিহত হয়েছেন তবে কেউ হতাহত হয়নি। তবে দুর্ঘটনা কবলিত কমিউটার ট্রেনটির ইঞ্জিনের সামনের অংশ কিছুটা ক্ষতিগ্রস্থ হয়েছে। ট্রেনটি নির্ধারিত সময়ের আধাঘণ্টা দেরিতে ঈশ্বরদীর উদ্দেশ্যে রহনপুর ছেড়ে গেছে বলে জানান তিনি।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!