বাংলাদেশ জামায়াতে ইসলামী তিতাস উপজেলা বাতাকান্দি বাজার ব্যবসায়ী শাখার উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বাতাকান্দি বিসমিল্লাহ কমিউনিটি সেন্টারে মঙ্গলবার (১৮ মার্চ) বিকাল ৫টায় এই কর্মসূচী অনুষ্ঠিত হয়।
জগতপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা জাকারিয়া মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তিতাস উপজেলা জামায়াতে ইসলামীর আমির ইঞ্জিনিয়ার শামীম সরকার বিজ্ঞ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি সালাউদ্দিন সরকার সহকারী সেক্রেটারি শাহাদাৎ হোসেন, জেলা নির্বাহী সদস্য ও তিতাস উপজেলা ব্যবসায়ী ফোরামের সভাপতি মুহাম্মদ ছবির হোসেন, তিতাস শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মোশাররফ হোসেন, কলাকান্দি ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা শহীদুল বাশার উপজেলা ছাত্র শিবিরের সভাপতি ইব্রাহিম প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে সামীম সরকার বিজ্ঞ বলেন, রমজান মাস হচ্ছে আত্মশুদ্ধি করার মাস। এখানে আপনারা সবাই ব্যবসায়ী। আল্লাহ ব্যবসাকে হালাল করেছে সুদকে করেছে হারাম, দেখেন ইসলাম কত সুন্দর আপনি সৎ ব্যবসা করবেন এটাও একটা ইবাদাত, আপনি সৎ ভাবে টাকা ইনকাম করবেন আবার সওয়াবও পাবেন, আমরা রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে একটি সুন্দর সমাজ গড়তে সকল ব্যবসায়ীদের আহ্বান জানাই। এসময় তিনি মানুষকে ন্যায়নীতির পথে সাহস নিয়ে সকল অপকর্মের বিরুদ্ধে রুখে দাড়ানোর আহবান জানান।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :