সোনারগাঁ থানার সোনারগাঁও পৌরসভার নোয়াইল গ্রামে ডাকাতির সময় দুই ডাকাত সদস্যকে আটক করেছে এলাকাবাসী। সোমবার (১৭ মার্চ) দিবাগত গভীর রাতে ডাকাতদের আটক করে গ্রামবাসী। মঙ্গলবার (১৮ মার্চ) সকালে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। আটক দুইজনের সম্পর্ক চাচা-ভাতিজা বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, এর আগেও রোববার (১৭ মার্চ) গভীর রাতে পৌরসভার নোয়াইল গ্রামের মামুনের বাড়িতে একটি দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে।
ডাকাতরা মালামাল লুট করে মামুনের স্ত্রী মনি আক্তারকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। এ ঘটনায় পৌর এলাকায় আতঙ্ক বিরাজ করছিল। এরপর গতকাল সোমবার রাত আনুমানিক দেড়টা থেকে দুইটার দিকে ডাকাত দল আবারো একই এলাকায় এসেছে এমন খবর পেয়ে মুঠোফোন সবাইকে সতর্ক করা হলে এলাকাবাসী সোনারগাঁ পৌরসভার নোয়াইল এলাকা থেকে ডাকাত দলের দুই সদস্য জাহের আলী (৪৭) ইমন মিয়াকে (২৪) আটক করে।
আটককৃত দুজন পৌর এলাকার রাইজদিয়া গ্রামের বাসিন্দা। আটকের পর জিজ্ঞেস করলে দুজনই স্বীকারোক্তি দেয়, গত রবিবার রাতে মামুনের বাড়িতে তারাই ডাকাতি করেছিল।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএ বারী জানান, ঘটনাস্থল থেকে দুজন ডাকাতকে থানায় নিয়ে আসা হয়েছে। এছাড়াও পুলিশের একটি বিশেষ টিম ইতিমধ্যেই ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাতে শুরু করেছে।
এলাকাবাসীর সাহসী ভূমিকার প্রশংসা করে পুলিশ জানিয়েছে, আটক চাচা-ভাতিজার বিরুদ্ধে আগেও বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে ডাকাতি মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :