যশোর-বেনাপোল মহাসড়কে অ্যাম্বুলেন্সের সঙ্গে ইঞ্জিনচালিত ভ্যানের সংঘর্ষে নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
বুধবার (১৯ মার্চ) ভোর ৬টার দিকে যশোরের ঝিকরগাছা উপজেলার নবীবনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঝিকরগাছা থানার ওসি বাবলু রহমান খান জানান, যশোর থেকে বেনাপোলগামী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
দুর্ঘটনার পরপরই ঝিকরগাছা থানা পুলিশ ও নাভারণ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।
একুশে সংবাদ/আ.ট//এ.জে
আপনার মতামত লিখুন :