বরিশালের বানারীপাড়ায় গাঁজার গাছসহ মহিউদ্দিন (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বানারীপাড়া থানা পুলিশ।
মঙ্গলবার (১৮ মার্চ) রাতে উপজেলার ইলুহার ইউনিয়নের ৭নং মলুহার গ্রামে থানার চৌকস অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোস্তফার নেতৃত্বে অভিযান চালিয়ে এই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মহিউদ্দিন ওই গ্রামের মোশারফ হোসেন-এর ছেলে বলে জানা গেছে।
জানা গেছে, গোপন সংবাদের প্রেক্ষিতে অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোস্তফার নেতৃত্বে থানা পুলিশের একটি টিম উপজেলার ইলুহার ইউনিয়নের ৭নং মলুহার গ্রামের মৃধা বাড়ির সংলগ্ন বাগানে অভিযান চালিয়ে ৪ ফুট উচ্চতার ১টি গাঁজার গাছ উদ্ধারসহ মাদক ব্যবসায়ী মহিউদ্দিন কে গ্রেফতার করে। মাদক ব্যবসায়ী মহিউদ্দিন-এর বাড়ির পাশের ফসলি জমির মধ্যে থেকে গাছটি উদ্ধার করা হয়।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোস্তফা জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মহিউদ্দিন কে জেল হাজতে পাঠানো হয়েছে। বানারীপাড়া উপজেলাকে মাদক মুক্ত রাখতে বানারীপাড়া থানা পুলিশ সর্বদা কঠোর অবস্থানে থাকবে। তিনি বানারীপাড়াকে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :