AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মানষিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের দায় ধর্ষককে পুলিশে দিয়েছে এলাকাবাসী


Ekushey Sangbad
আনোয়ার হোসেন, কুড়িগ্রাম
০১:৫৩ পিএম, ১৯ মার্চ, ২০২৫
মানষিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের দায় ধর্ষককে পুলিশে দিয়েছে এলাকাবাসী

কুড়িগ্রামের নাগেশ্বরীতে এক মানষিক প্রতিবন্ধী নারী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় ধর্ষককে ধরে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার (১৮ মার্চ) সকাল ১১টার দিকে নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার সূর্যের খামার গ্রামে। ওই এলাকার পঞ্চাশার্ধো এক মানষিক প্রতিবন্ধী নারীকে মাছ দেয়ার লোভ দেখিয়ে ভূট্টা ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে একই গ্রামের সাইফুর রহমানের ছেলে বাবর আলী (২৮)।

ভূট্টা ক্ষেতেই অভিযুক্তকে আটক করে স্থানীয়রা। পরে অভিযুক্ত যুবককে পাশের বাড়ির একটি গাছের সাথে বেঁধে রেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে বিকাল ৩টার দিকে নাগেশ্বরী থানার পুলিশ গিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে। এসময় ধর্ষণের শিকার নারীকে পুলিশ হেফাজতে নেয়া হয়।


ধর্ষণের শিকার নারীর ছোট ভাই আবু বকর লাভলু জানান, জন্ম থেকেই তার বোন মানষিক ভারসাম্যহীন। এ কারণে তার বিয়েসাদী হয়নি। বাড়িতেই থাকেন তিনি। বাড়ির পাশে ধরকার বিল নামের একটি বিল রয়েছে। সেখানে প্রতিদিন জেলেরা মাঝ ধরে। সেখানে আমার বোন মাঝে মধ্যে গেলে তারা মাছ দেয়। মঙ্গলবার সকালে সে একই কারণে বিলের ধারে যায়। এসময় বাবর আলী ওই বিলে মাছ ধরছিলো। বাবর আলী আমার বোনকে মাছ দেয়ার প্রলোভন দেখিয়ে বিলের পাড়ের একটি ভূট্টা ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে।


তিনি আরও জানান, এসময় ক্ষেতে পানি দিতে গিয়ে এ দৃশ্য দেখে ফেলে ক্ষেতের মালিকের ছেলে। পরে ক্ষেতের মালিক সেকেন্দার আলী ধর্ষক বাবর আলীকে আটক করে নিয়ে আসে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।


এ ব্যাপারে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিৎ করে জানান, এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্তকে আটক করা হয়েছে আর ধর্ষণের শিকার নারীকে স্বাস্থ্য পরীক্ষার প্রক্রিয়াধীন রয়েছে।

 

একুশে সংবাদ/বিএইচ

 

Link copied!