খুলনা নগরীর পিকচার প্যালেস মোড়ে অবস্থিত একটি অস্থায়ী ঈদ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৯ মার্চ) ভোর সাড়ে ৫টায় আগুন লাগে এবং প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট সকাল সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর মধ্যেই মার্কেটের সব দোকান পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, ভেঙে ফেলা পিকচার প্যালেস সিনেমা হলের জমিতে ‘পিকচার প্যালেস সুপার মার্কেট’ নামে এক বছর ধরে অস্থায়ী দোকান বসিয়ে ব্যবসা চলছিল। মার্কেটটি অপরিকল্পিত ও ঝুঁকিপূর্ণভাবে তৈরি করা হয়েছিল। আগুন লাগার পর ব্যবসায়ীরা দ্রুত নিরাপদে সরে এলেও তাদের মালামাল রক্ষা করতে পারেননি।
স্থানীয় বাসিন্দাদের মতে, এই মার্কেটে ৪৪টি ছোট দোকান ছিল, যেখানে কাপড়, কসমেটিকস ও ক্রোকারিজ বিক্রি হতো। ভোর সোয়া ৫টার দিকে আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত তা পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে আনতে তাদের ৯টি ইউনিট প্রায় ৪০ মিনিট কাজ করে। তবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি।
খুলনা সদর থানার ওসি সানোয়ার হোসেন মাসুম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। আগুনে মার্কেটের বেশিরভাগ দোকান পুড়ে গেছে, তবে প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি।
এই ঘটনায় স্থানীয় ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন। আগুনের কারণ ও দায়িত্ব নির্ধারণে তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :