সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার উদ্যোগে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ মার্চ বুধবার সকল ১১ টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এসকল সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও উজ্জ্বল রায় এর সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন, মধ্যনগর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সজীব রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউনুস মিয়া, বংশিকুন্ডা উত্তর ইউনিয়ন চেয়ারম্যান নূরুনবী তালুকদার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ দেলোয়ার হোসেন,সমাজ সেবা অফিসার মোঃ সামছুল হক, উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ আবে হায়াত।
আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি এম এ মান্নান, মধ্যনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নূরুল ইসলাম, উপজেলা জামায়াতের সভাপতি মোঃ আবু তাহের, হেফাজতে ইসলাম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হালিম প্রমুখ।
একুশে সংবাদ////র.ন
আপনার মতামত লিখুন :