সাতক্ষীরা জেলার তালা উপজেলার সাংবাদিক দের সাথে তালা উপজেলা সহকারী কমিশনার ভূমি মো মাসুদুর রহমানের সঙ্গে সাংবাদিক দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) বিকাল ৪:০০ টার সময় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় তালা উপজেলার সকল সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
এ সময় তালা উপজেলা সহকারী কমিশনার ভূমি মো: মাসুদুর রহমান বলেন,, তিনি যোগদান করার পর থেকে তার আওতাধীন সকল ভূমি অফিসে তিনি দুর্নীতিমুক্ত সেবা দিয়ে যাচ্ছেন, নামজারি থেকে শুরু করে সকল ক্ষেত্রে সকল সেবা দুর্নীতিমুক্ত করেছেন। তিনি আরো বলেন, রমজানের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নিয়মিত মোবাইল কোর্ড চালু রেখেছেন।
এ সময় তিনি স্থানীয় সাংবাদিকদের সার্বিক সহযোগিতা চান এবং সাংবাদিকরাও তাকে সার্বিক সহযোগিতা করার প্রত্যাশা ব্যার্ত করেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :