সরকারী খাতে যাকাত ফান্ডে যাকাত প্রদানে উদ্বুদ্বকরণে দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার ১৯ মার্চ (বুধবার) দুপুরে লক্ষ্মীপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জেপি দেওয়ান, ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের উপপরিচালক মুহাম্মদ জাকের হোছাইন,সহকারী পরিচালক আনোয়ার হোসেন,লক্ষ্মীপুর দারুল উলূম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নেছার আহমদ, মাও: মাহামুদুল হাসান আনোয়ার প্রমুখ।
সভায় জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, যাকাত প্রদানের মাধ্যমে সমাজের ধনী- গরিব বৈষম্য দূর হয়। যাকাত প্রত্যেক আর্থিক ভাবে সচ্ছল ব্যাক্তির প্রদান করা উচিত। সমাজের অসহায় ও দুস্থ মানুষ গুলো যাকাতের মাধ্যমে সহায়তা পেয়ে থাকে।
তাই সমাজের প্রত্যেক ধনী ব্যাক্তিদের উচিত যাকাত প্রদান করা হয়। পরে যাকাত ফান্ড থেকে অসহায়, গরীব ও দুস্থ ২৫০ জনের মাঝে ২৫০০ টাকা করে মোট ৫ লাখ টাকার চেক তুলে দেন অতিথিবৃন্দ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :