AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফতুল্লায় ছুরিকাঘাতে এক কিশোর মৃত্যু, আটক ১জন


ফতুল্লায় ছুরিকাঘাতে এক কিশোর মৃত্যু, আটক ১জন

ফতুল্লার লামাপাড়া এলাকায় ছুরিকাঘাতে নিহত হয়েছে জিহাদ (১৭) নামের এক কিশোর। মঙ্গলবার ১৮ মার্চ রাতে ফতুল্লার লামাপাড়াস্থ দরগাহ মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মোঃ আরমান (১৮) নামের অপর এক কিশোরকে আটক করেছে পুলিশ।

নিহত জিহাদ পটুয়াখালী জেলার সদর থানার আউলিয়াপুরের জাহাঙ্গীরের পুত্র। তারা স্ব-পরিবারে ফতুল্লা মডেল থানার পশ্চিম লামাপাড়ার  বাল্লক চিশতি এর ভাড়াটিয়া বাসায় বসবাস করতো।

গ্রেফতারকৃত মোঃ আরমান ফতুল্লা মডেল থানার পশ্চিম লামাপাড়ার আক্তার শেখের পুত্র।


ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, লামাপাড়াস্থ দরগাহ মসজিদের সামনে গ্রেফতারকৃত আরমানের চাচা শাহিন মিয়ার একটি ফলের দোকান রয়েছে। মঙ্গলবার ইফতারের পর রাত পৌনে আটটার দিকে শাহিন কোন এক কাজে দোকান থেকে বাইরে যায়। কিছুক্ষন পর দোকানে এসে দেখতে পান তার দোকানে থাকা বাল্ব জালানোর ব্যাটারি কে বা কারা চুরি করে নিয়ে গেছে। সে যখন বাইরে গিয়েছিলো তখন নিহত জিহাদ সহ তার সাথে আরো দুই কিশোর দোকানের সামনে দাড়িয়ে ছিলো। এ কথা জানতে পেরে গ্রেফতারকৃত আরমান ঘটনাস্থলে এসে বিস্তারিত শুনে নিহত জিহাদ ও তার দুই সহোযোগিকে জিজ্ঞেস করে তারা চুরি করেছে কিনা।  এনিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এতে আরমান ক্ষু্দ্ধ হয়ে বাসায় থাকা সুইচ গিয়ার এনে জিহাদকে ছুরিকাঘাত করে। এ সময় স্থানীয়রা আরমান কে আটক করে এবং জিহাদ কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসারতবস্থায় রাত ১১ টার দিকে জিহাদ মারা যায়। বিষয়টি আইনিপক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!