AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চুয়াডাঙ্গার বাজারে অগ্নিকাণ্ড, দোকান কারখানা পুড়ে অর্ধকোটি টাকার ক্ষতি


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,চুয়াডাঙ্গা
০৪:৩২ পিএম, ১৯ মার্চ, ২০২৫
চুয়াডাঙ্গার বাজারে অগ্নিকাণ্ড, দোকান কারখানা পুড়ে অর্ধকোটি টাকার ক্ষতি

চুয়াডাঙ্গা বদরগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৯ মার্চ) রাত আনুমানিক ১টার দিকে এ ঘটনা ঘটে। রাত আড়াইটা পর্যন্ত ফায়ার ও সিভিল ডিফেন্সের কর্মিদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।


এ অগ্নিকাণ্ডে বাজারের চারটি কাঠের ফার্নিচারের কারখানাসহ বেশ কয়েকটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতি হয়েছে অন্তত অর্ধ কোটি টাকার বেশি।


প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বদরগঞ্জ বাজারের একটি ফার্ণিচারের কারখানার মধ্যে আগুনের লেলিহান শিখা দেখতে পায় স্থানীয় লোকজন। সে আগুন দ্রুতই ছড়িয়ে পড়ে পাশের আরও কয়েকটি দোকানে। খবর দেয়া হয় চুয়াডাঙ্গা ফায়ার ও সিভিল ডিফেন্সের কর্মীদের। ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় ফায়ার সার্ভিসের সদস্যরা। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।


ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের দাবি, চারটি কাঠের ফার্ণিচারের কারখানা, একটি চায়ের দোকান ও একটি সেলুনের দোকান পুড়ে ভষ্মীভূত হয়েছে। এতে ৬টি দোকানে অন্তত ৫০ লক্ষাধিক টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।


চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম সরকার জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।


একুশে সংবাদ////র.ন

Link copied!