মানিকগঞ্জের হরিরামপুরে মাহে রমজানের তাৎপর্য ও শিক্ষা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মার্চ) বাংলাদেশ খেলাফত মজলিশের আয়োজনে উপজেলার ঝিটকা জামিয়া দারুল কোরআন মাদ্রাসায় এই মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ খেলাফত মজলিশ হরিরামপুর উপজেলা শাখার সভাপতি হাফেজ মো. আব্দুল কাদের ভূইয়ার সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা খেলাফত মজলিশের সভাপতি হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ আল ফিরোজ।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন হরিরামপুর উপজেলা শ্রমিক মজলিশের সভাপতি মুফতি আব্দুল হান্নান, উপজেলা মডেল মসজিদের খতিব মুফতি গোলাম মোস্তফা, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির সেকেন্দার আবু জাফর, আন্ধারমানিক দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবু হানিফ, শ্রমিক মজলিশের সাংগঠনিক সম্পাদক সুহাইল হোসাইন প্রমুখ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :