বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভায় ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের অংশ হিসেবে রেজিষ্ট্রেশন কেন্দ্র পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নির্বাহী ম্যাজিস্টেট মোঃ হাবিবউল্লাহ।
বুধবার (১৯ মার্চ) দুপুরে মোরেলগঞ্জ পৌরসভার কার্যালয়ের সভাকক্ষে ৯টি ওয়ার্ড নতুন ভোটারদের বায়োমেট্রিক কার্যক্রমের আয়োজন করে উপজেলা নির্বাচন অফিস। আরও দুইদিন এই কার্যক্রম চলবে।
তারই ধারাবাহিকতায় দুপুরে নতুন ভোটার রেজিষ্ট্রেশন কেন্দ্র পরিদর্শনে আসেন ইউএনও মো: হাবিবউল্লাহ। এ সময় তিনি নতুন ভোটার হতে আসা নারী,পুরুষের খোজ নেন। তাদের ভোটার রেজিষ্ট্রেশন করতে কোন অসুবিধা হচ্ছে কিনা সে বিষয়ে জানতে চান।
এর আগে সকালে পৌরসভার ভোটার রেজিষ্ট্রেশন কেন্দ্র পরিদর্শনে আসেন উপজেলা নির্বাচন অফিসার গনেশ বিশ্বাস।
এসময় তথ্য সংগ্রহকারীগণ উপস্থিত ছিলেন। তবে এ বছর পৌরসভায় পুরুষ ভোটারদের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি ছিল বেশি।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :