AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাউফলে চোরাই অটোরিক্সাসহ গ্রেফতার ১


Ekushey Sangbad
মোঃ ফোরকান, বাউফল, পটুয়াখালী
০৫:৫৭ পিএম, ১৯ মার্চ, ২০২৫
বাউফলে চোরাই অটোরিক্সাসহ গ্রেফতার ১

গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালীর বাউফল থানা পুলিশ অভিযান চালিয়ে ব্যাটারিচালিত ২টি চোরাই অটোরিক্সা উদ্ধার ও ১জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) রাত ১২ টার দিকে উপজেলার নওমালা ইউনিয়নের নগরহাট এলাকায় থেকে অটোরিক্সাসহ মালিক দাবিদার মো. ফয়েজ নামের এক ব্যক্তিকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সূত্রে অটোরিক্সার সন্ধান পায় পুলিশ। ঘটনাস্থলে অভিযান চালিয়ে ২টি অটোরিক্সা আটক করা হয়। ড্রাইভারদের জিজ্ঞাবাদ করে পুলিশ ফয়েজকে আটক করে। অটোদুটির চালকরা দৈনিক ৩০০ টাকা ভাড়ার চুক্তিতে ফয়েজের দুটি অটোরিক্সা চালাতেন। ফয়েজ গাড়ির কোনো ডকুমেন্টস দেখাতে না পারায় তাকে আটক করা হয়েছে। চক্রের আরেকজন সদস্যের নাম জানতে পেরেছে পুলিশ। তাকে আটকের অভিযান চলছে।

এরআগে, সম্প্রতি একাধিক অটোরিক্সা চুরির ঘটনায় পুলিশকে লিখিত ও মৌখিক অভিযোগ করা হয়।

বাউফল থানারঅফিসার ইনচার্জ (তদন্ত) আতিকুল ইসলাম জানান, চক্রের আরেক সদস্যকে আটকের চেষ্টা চলছে। উদ্ধারকৃত অটোরিক্সা ২টির প্রকৃত মালিককে খুঁজে বের করার চেষ্টা চলছে। আদালতের পরামর্শ নিয়ে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!