AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৬ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
১৪৪ ধারা জারি

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০


বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০

ময়মনসিংহ জেলার নান্দাইলে ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এসময় একজন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন ১০ জন। এ অবস্থায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১৯ মার্চ) বিকেলে নান্দাইল পৌর সদরের শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ মাঠে এ ঘটনা ঘটে।

জানা যায়, নান্দাইল পৌর সদরের শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ মাঠে বুধবার সন্ধ্যায় ইফতার আয়োজনের সিদ্ধান্ত নেয় উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি। অপর দিকে একই সময়ে ওই স্থানেই ইফতার অনুষ্ঠানের আয়োজন করেন বিএনপির পদবঞ্চিত নেতা–কর্মীরা। ইয়াসের খান চৌধুরীকে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির ঘোষণার পর থেকেই ওই কমিটি বাতিলের দাবি জানিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছিল পদবঞ্চিত একটি পক্ষ। বুধবার আহ্বায়ক কমিটি ইফতার আয়োজন করলে দুপুরের পর থেকে নতুন বাজার এলাকায় দুটি পক্ষ অবস্থান নেয় এবং দুটি পক্ষের মারমুখী অবস্থানে উত্তেজনা শুরু হয়।

এরপর বিকেল চারটায় দুই পক্ষের উত্তেজনার একপর্যায়ে বিএনপির পদবঞ্চিত নেতা–কর্মী এবং আহ্বায়ক কমিটির নেতাদের মধ্যে ইটপাটকেল ও ককটেল ছোড়াছুড়ির ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। এ অবস্থায় পাল্টাপাল্টি ধাওয়ার মুখে ১৪৪ ধারা জারির বিষয়টি হ্যান্ড মাইকের মাধ্যমে জানিয়ে তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এ সময় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের দুই দিকে যানবাহন চলাচল বন্ধ ছিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার বলেন, বুধবার বিকেল থেকে ইফতার অনুষ্ঠান ঘিরে বিএনপির দুই পক্ষ মুখোমুখি অবস্থায় সংঘর্ষে জড়ালে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিকেল পাঁচটায় ১৪৪ ধারা জারি করা হয়। রাত আটটায় পর্যন্ত পৌর এলাকায় তা বলবৎ থাকবে। পরিস্থিতি স্বাভাবিক না হলের ১৪৪ ধারা রাত ১০টা পর্যন্ত থাকবে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!