AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফরিদপুরের আলফাডাঙ্গার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ছাত্রদল নেতাকে বহিস্কার


ফরিদপুরের আলফাডাঙ্গার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ছাত্রদল নেতাকে বহিস্কার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ্ আল মিলনকে বহিষ্কার করা হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আব্দুল্লাহ্ আল মিলন বর্তমানে কারাগারে রয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ্ আল মিলনকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।

সেখানে আরও বলা হয়, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বৃহস্পতিবার এ সিদ্ধান্ত অনুমোদন করেন। জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এর সত্যতা নিশ্চিত করে ফরিদপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি আরিফীন কায়েছ মাহমুদ আমার সংবাদকে বলেন, আব্দুল্লাহ্ আল মিলনকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, আলফাডাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ্ আল মিলনের (২৫) বিরুদ্ধে এক তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা হয়।
গত ৬ মার্চ দিনগত রাতে ভুক্তভোগী ওই তরুণী বাদী হয়ে মিলনসহ আরও দুজনকে অভিযুক্ত করে থানায় মামলা করেন। এর আগে বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরের দিকে ছাত্রদল নেতা মিলনের বাড়িতে এ ঘটনা ঘটে বলে মামলায় উল্লেখ করা হয়। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!