AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০২ এপ্রিল, ২০২৫, ১৮ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইসরায়েলের আগ্রাসন ও গুজরাটে মুসলিম নিধনের প্রতিবাদে মাটিরাঙায় বিক্ষোভ মিছিল


Ekushey Sangbad
আবু রাসেল সুমন, খাগড়াছড়ি
০৫:২৫ পিএম, ২১ মার্চ, ২০২৫
ইসরায়েলের আগ্রাসন ও গুজরাটে মুসলিম নিধনের প্রতিবাদে মাটিরাঙায় বিক্ষোভ মিছিল

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের আগ্রাসনে নির্অপরাধ নারী ও শিশু এবং ভারতের গুজরাটে মুসলিম নিধনের প্রতিবাদে খাগড়াছড়ির মাটিরাঙায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ মার্চ) বিকাল তিনটার দিকে মাটিরাঙা কেন্দ্রীয় জামে মসজিদ থেকে সর্বস্হরের জনতার ব্যানারে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

মানববন্ধন বক্তব্য রাখেন,গুমতি শাহে মসজিদের সম্মানিত ঈমাম ও খতিব হয়রত মাওলানা শামিম হোসেন ফারুকী, মাওলানা আক্তারুজ্জামান ফারুকী, কাজীপাড়া জামে মসজিদের সম্মানিত ঈমাম ও খতিব মুফতী আলমগীর হোসেন।

বক্তরা এসময় বলেন,গাজায় ইসরায়েলের এ বর্বর হত্যা কান্ডে সারা বিশ্ব নিরব ভুমিকা পালন করছে,পবিত্র রমজান মাসে ও তাদের আগ্রাসনের স্বীকার হচ্ছে নিরহ নারী ও শিশু। আমরা দ্রুত এ হত্যা যজ্ঞ বন্ধে মুসলিম বিশ্বনেতাদের এগিয়ে আসার আহবান জানাচ্ছি। আমরা পুরো বিশ্ব মুসলিম জাহানের নেতৃবৃন্দের প্রতি আকুল আবেদন জানাতে চাই,দয়া করে আপনারা গাজার নিরহ মুসলিমদের পাশে দাড়ান।অপর দিকে গুজরাটের এক হিন্দু পুরোহিত মুসলিম নিধনের যে হুশিয়ার দিয়েছেন,সেই পুরোহিত ভাইকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই,অহেতুক উল্টো পাল্টা বক্তব্য দিয়ে সাম্প্রদায়িক কোন বিদ্বেষ না ছড়ানো আহবান জানানো হয় মানববন্ধন থেকে।

এসময় উপস্থিত ছিলেন, মাটিরাঙা কওমি ওয়ালামা ঐক্য পরিষদ,বিভিন্ন মসজিদের ঈমাম,মাদ্রাসার শিক্ষার্থী, ইকরা ওয়েলফেয়ার ফাউন্ডেশন, বন্ধু জুনিয়র,মাটিরাঙা ইসলাম প্রচার সংস্থাসহ সর্বস্হরের জনতা।

 

একুশে সংবাদ/এনএস

Link copied!