AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
মাগুরার শ্রীপুরের সেই শিশু আছিয়ার পরিবারকে

ঈদ উপহার ও আর্থিক সহযোগিতার চেক দিলেন মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম


ঈদ উপহার ও আর্থিক সহযোগিতার চেক দিলেন মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম

মাগুরায় দুলাভাই বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণ ও হত্যার শিকার সেই শিশু আছিয়ার পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম।  আজ শুক্রবার  (২১ মার্চ) বেলা ১১টার দিকে শিশুটির নিজ বাড়ি শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে গিয়ে পরিবারের সদস্যদের সার্বিক খোজ খবর নেন এবং  ঈদ উপহার সামগ্রী, চাল ও আর্থিক সহযোগিতার চেক প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী অমিতাভ সরকার, সাংবাদিক আশরাফ হোসেন পল্টু, আব্দুর রশীদ ও ইউপি সদস্য রুপকুমারসহ আরোও অনেকে ।  
জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম  শিশুটির পরিবারের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের সাক্ষাৎকারে বলেন, শিশুটির দূর্ঘটনার সংবাদ শুনার পর থেকেই মাগুরা জেলা প্রশাসন শিশু ও শিশুটির পরিবারের জন্য কাজ করে যাচ্ছে। শিশুটি মারা গেলে তার মরদেহ জেলা প্রশাসনের সহযোগিতায় সর্বাত্বক গুরুত্ব দিয়ে তার বাড়িতে পৌছে দাফন কাজ শেষ করা হয়।  জেলা প্রশাসনের নির্দেশে উপজেলা নির্বাহী অফিসার, সমাজসেবা, মহিলা বিষয়ক, ত্রান ও পূর্ণবাসন অধিদপ্তর পরিবারটির পাশে থেকে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করেছে এবং পরিবারটিকে সহযোগিতা করেছে।
উপজেলা নির্বাহী অফিসারগণ ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে শিশুটির মাগফিরাত কামনায় সকল মসজিদে দু’আর ব্যবস্থা করা হয়েছে। আজও ত্রাণ ও দুর্যোগ অধিদপ্তর কর্তৃক প্রদত্ত ২৫ হাজার টাকার চেক, চাউল ও ঈদ উপলক্ষে ঈদ সামগ্রী প্রদান করা হয়েছে। আমরা আর্থিকভাবে এই পরিবারটি যেন স্বচ্ছলভাবে চলতে পারে এবং কোন রকম সমস্যা না হয় সে বিষয়েও জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক তদারকি করা হবে। শিশুটির পিতা কিছুটা মানসিক প্রতিবন্ধি তাকেও  প্রতিবন্ধি কার্ডেও আওতায় আনা হবে।  তিনি আরোও বলেন, শিশুটির বিচারের সর্বোচ্চ সাজার রায় সর্বাধিক গুরুত্ব দিয়ে বিচার প্রক্রিয়া সমাধান হবে বলেও জেলা প্রশাসন আশাবাদি । দ্রæত তদন্ত কার্যক্রম শেষ হয়ে বিচার প্রক্রিয়ার মাধ্যমে একটি সুষ্ঠু বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি তৈরি হবে যেটা সারাদেশবাসী ও বিশ্ব দেখবে।  এই ধরনের অপরাধ করলে তাকে অবশ্যই শাস্তি ভোগ করতে হবে। জেলা প্রশাসন এই পরিবারের সাথে আছে এবং ভবিষ্যতেও থাকবে।
 

একুশে সংবাদ/ এস কে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!