চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সড়ক দূর্ঘটানয় এক পথচারী বৃদ্ধ নিহত হয়েছে। রবিবার (২৩ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মোবারকপুর ইউনিয়নের ধোপপুকুর এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধ উপজেলার শ্যামপুর ইউনিয়নের চাঁইপাড়া গ্রামের মৃত জয়নালের ছেলে মোজাম্মেল হোসেন (৭০)।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে রবিবার সকালে সাইকেল যোগে নিজ জমিতে কাজ করতে যাওয়ার পথে সোনামসজিদ-চাঁপাই নবাবগঞ্জ মহাসড়কের ধোপপুকুর এলাকায় পৌঁছিলে পিছন দিক থেকে একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।
স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে যাবার পথে মারা যান। তার নিকটতম আত্মীয় ইয়াসিন আলি মুত্যুর ঘটনাটি নিশ্চিত করেন।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়া সড়ক দুর্ঘটনা নিহত বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :