ডক্টর`স এসোসিয়েশন ড্যাব রংপুর আয়োজিত ইফতার মাহফিল ২৫ মার্চ সন্ধা রংপুর মেডিকেল কলেজ ক্যাম্পাসে,বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবীর রিজভী প্রধান অতিথির বক্তব্যে জানান, জুলাই-আগষ্টে নির্মম গণহত্যা চালিয়েও খান্ত হয়নি হাসিনা। তার মধ্যে কোন অনুশোচনা নেই। এখনও হত্যার মানসিকতা পোষণ করে। নিঃসন্দেহে শেখের বেটি একজন স্বাভাবিক মানুষ নয়।
তার রক্ত পিপাসু মানসিকতা এখনো স্বপ্ন দেখে।রুহুল কবীর রিজভী আরো বলেন, হাসিনা ক্ষমতা কুক্ষিগত করতে ২০১৪ সালের ভোটারবিহীন নির্বাচন, ২০১৮ এ নৈশকালীন নির্বাচন এরপর ২০২৪ এ ডামি নির্বাচন করে গণতন্ত্রের কবর রচনা করছে। যা বিরল ঐতিহাসিক ঘটনা। ওবায়দুল কাদের প্রসঙ্গ টেনে রেজভী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে এক লাখ লোক মানুষ মারা যাবে, কিন্তু ৫ আগস্টের পর দেশে এরকম কিছুই ঘটেনি। কাদেরের এই গুজব ছিল সাধারণ মানুষের মাঝে আতংক তৈরি।
স্বাস্থ্যসেবা বিষয়ে রুহুল কবীর রিজভী বলেন, দেশের স্বাস্থ্য খাতের, অবকাঠামো গত উন্নয়ন হলে দেশের মানুষ ভারতে চিকিৎসা নিতে যেতো না। সারা বিশ্বের চিকিৎসা বিদ্যা একই । এই পরিবর্তন আমাদের দেশের চিকিৎসকগণই ঘটাতে পারেন। এসময় তিনি ক্রিকেটার তামিম ইকবালের বিষয়টি উল্লেখ করে তার সুস্থতা কামনা করেন।
ড্যাব রংপুর মেডিকেল কলেজ শাখার সভাপতি অধ্যাপক ডা. মোঃ মাহামুদুল হক সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মোঃ রফিকুল ইসলাম, রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন, রংপুর জেলা ড্যাব এর আহ্বায়ক ডা. মোঃ খালেকুজ্জামান বাদল, সদস্য সচিব অধ্যাপক ডা. মোঃ দেলওয়ার হোসেন সরকার, ড্যাব রংপুর মেডিকেল কলেজ শাখার সাবেক সভাপতি ডা. আকমল হাবিব চৌধুরী, ড্যাব রংপুর মেডিকেল কলেজ শাখার প্রতিষ্ঠাতা সদস্য সচিব শামসুজ্জামান সরকার, মহানগর ড্যাবের আহ্বায়ক ডা. নিখিলেন্দ্র শংকর গুহ রায়, সদস্য সচিব ডা. শরিফুল ইসলাম ননতু, রংপুর মেডিকেল কলেজ শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মোঃ শরিফুল ইসলাম মন্ডল। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, ড্যাব রংপুর মেডিকেল কলেজ শাখার সদস্য অধ্যাপক ডা. মোঃ জাবেদ আখতার, ডা. এবিএম মারুফ হাসান প্রমুখ।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :