AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫, ১৭ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ছাবেত আলী বিএসসি ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত


ছাবেত আলী বিএসসি ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে, ছাবেত আলী বিএসসি ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) শ্রীবরদী উপজেলার খড়িয়া কাজিরচর ইউনিয়নের মধ্য লংগর পাড়া  গ্রামে ফাউন্ডেশন প্রাঙ্গনে  আব্দুর রাজ্জাক মেম্বারের সভাপতিত্বে এই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন মরহুম ছাবেত আলী বিএসসি বড় জামাতা ইন্জিনিয়ার শরাফত আলী ফকির,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড় মেয়ে, সুফিয়া ফকির,আঞ্জুমান আরা আন্জু,

ছোট মেয়ে শায়লা জামান বিথী,  ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রেজাউল করিম মাষ্টার, সিনিয়র সহ-সভাপতি মনোহর মিয়া, সাবেক কমান্ডার কেরামত আলী, অব: কৃষি কর্মকর্তা আব্দুল হাকিম, বিশিষ্ট দলিল লেখক শাহাদাৎ হোসেন সাদা, সহ সভাপতি আব্দুল আজিজ, কোষাধ্যক্ষ কামাল হোসেন, প্রচারসম্পাদক  জিয়ার আলী, ও সমাজ সেবক জবেদ আলী মুন্সি,  সংগঠনের সাংগটনিক সম্পাদক আমিনুল ইসলাম , সমাজ সেবক উজ্জ্বল সহ গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে গিয়াস উদ্দিন রাসেলের  সঞ্চালনায়, অনেকেই বক্তব্য দেন। প্রধান অতিথি তার সংক্ষিপ্ত বক্তৃতায় প্রধমে তিনি অনুষ্ঠানে  আয়োজকে ধন্যবাদ দেন। এবং ফাউন্ডেশনে সকল সদস্য কে একসাথে কাজ করার পরামর্শ দেন, এলাকায় সকল অসহায়, গরীব মানুষের পাশে থাকার পরামর্শ দেন,।পরিশেষে তিনি এই ফাউন্ডেশনে সাথে সব সময় থাকবেন এবং ফাউন্ডেশনের উন্নয়ন কাজে সহযোগিতার করার আশ্বাস দেন

সংক্ষিপ্ত আলোচনা শেষে দুস্হ অসহায়, গরীব মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী হিসেবে, শাড়ী, লুঙ্গি, সেমাই, চিনি, দুধ, দুই শত  মানুষের হাতে তুলে দেন।


 

একুশে সংবাদ//এ.জে

Link copied!