AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫, ১৭ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

৭১ ও ২৪ এর উদ্যেশ্য সাধারণ মানুষের জীবিকা সুষ্ঠু করা: বাণিজ্য উপদেষ্টা


Ekushey Sangbad
নাজমুল করিম, সাভার, ঢাকা
১১:৩৩ এএম, ২৬ মার্চ, ২০২৫
৭১ ও ২৪ এর উদ্যেশ্য সাধারণ মানুষের জীবিকা সুষ্ঠু করা: বাণিজ্য উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের অর্থ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ৭১ ও ২৪ এর উদ্দেশ্য সাধারণ মানুষের জীবন জীবিকা সুষ্ঠু করা। সে জন্য, আমরা যতদূর সম্ভব সেটা চেষ্টা করবো।

বুধবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

সালেহউদ্দিন আহমেদ বলেন, মহান মুক্তিযুদ্ধে ২৬শে মার্চ, আমরা তাদের স্মরণ করি, যারা শহীদ হয়েছেন, এবং যারা আহত হয়েছেন, তাদের আত্মত্যাগের ফলেই কিন্তু আমাদের আজকের স্বাধীনতা, এ অবস্থায় সর্বস্তরের লোকজন, এবং আমরা এই দিবসে আমরা একটা ঘোষণা করি, এই বাংলাদেশকে, নতুন বাংলাদেশকে আরও সুখী, সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলব। বিশ্ব সমাজে যেন আমাদের কদর আরও বাড়ে, সাথে সাথে আমাদের বাংলাদেশের মানুষ আরও সুখী সমৃদ্ধ হয়।

তিনি বলেন, এই প্রসঙ্গে আমি আরও একটা, ২০২৪ এ যে ছাত্র জনতা যে অভ্যুত্থান হয়েছে, এটাও কিন্তু আরেকটা বিশেষ দিন। অতএব এ দুইটা দিনই কিন্তু আমাদের বাংলাদেশের জাতির সর্বশ্রেষ্ঠ দিন। অতএব এ দিনকে আমরা শ্রদ্ধার সাথে পালন করবো। এবং এ দুইটা দিনের উদ্দেশ্য যেটা সাধারণ মানুষের জীবন জীবিকা সুষ্ঠু করার জন্য, আমরা যতদূর সম্ভব সেটা চেষ্টা করবো। সেজন্য আপনাদের সবার সহযোগিতা কামনা করি। 

 

একুশে সংবাদ//এ.জে

Link copied!