নারায়নগঞ্জের রূপগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে।
বুধবার (২৬ মার্চ) সকাল থেকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রূপগঞ্জ উপজেলা প্রশাসন,মুক্তিযোদ্ধা সংসদ,সাংবাদিক-সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ নানান শ্রেনী পেশার লোকজন উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযোদ্ধা বিজয় স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলার মুড়াপাড়া কলেজ মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন, শিক্ষার্থীদের কুচকাওয়াজ, রচনা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহনে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মরতা (ইউএনও) সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি রূপগঞ্জ) তারিকুল ইসলাম,উপজেলা সহকারী কমিশনার (ভূমি পূর্বাচল রাজস্ব সার্কেল) ওবায়দুর রহমান সাহেল, সহকারী পুলিশ সুপার গ সার্কেল মেহেদী ইসলাম,রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির, মুক্তিযোদ্ধা রাজনৈতিক ব্যক্তিত্ব, সংবাদিকসহ বিভিন্ন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :