AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫, ১৭ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যেকোন মূল্যে ফ্যাসিবাদ ও ভারতীয় আদিপত্যবাদকে রুখে দিব- মিল্কী


যেকোন মূল্যে ফ্যাসিবাদ ও  ভারতীয় আদিপত্যবাদকে রুখে দিব- মিল্কী

যেকোন মুল্যে আওয়ামী ফ্যাসিবাদ ও ভারতীয় আদিপত্যবাদ কে আমরা রুখে দিব বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মোঃ ওয়াহিদুর রহমান মিল্কী।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ইফতার মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ- সভাপতি মোঃ ওয়াহিদুর রহমান মিল্কী বলেন, কোন অবস্থায় জুলাই আন্দোলন কে ব্যর্থ হতে দেয়া যাবে না।  যেকোন মুল্যে আওয়ামী ফ্যাসিবাদ ও  ভারতীয় আদিপত্যবাদ কে আমরা রুখে দিব। ঈদের পরে সর্বাত্মক আন্দোলন গড়ে তোলা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ইসলামিক এডুকেশন সোসাইটির পরিচালক অধ্যক্ষ ড. ইকবাল হোসাইন ভূইয়া উপস্থিত সকল দলের নেতাকর্মী ও জনগন কে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে তিনি ৩৬ জুলাইয়ের সকল শহিদদের আত্নার মাগফিরাত কামনা করেন। চাদাবাজ, দখলবাজ ও টেন্ডারবাজমুক্ত  সমাজ বিনির্মানের জন্য গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ- সভাপতি মোঃ ওয়াহিদুর রহমান মিল্কী কে সহযোগীতার আশ্বাস প্রদান করেন।

গণঅধিকার পরিষদের নেতা আবু যর গিফারি বলেন, জুলাই শহিদদের কারনে আজ মানুষ মন খুলে কথা বলতে পারে। ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনারগায়ের সেক্রেটারি মাওলানা মোঃ ফারুক আহমেদ  ফ্যাসিবাদী আওয়ামী লীগ কে যারা পুনর্বাসন করতে চায় তাদের প্রতি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, আমরা আর কোন ফ্যাসিবাদী সরকার আমরা দেখতে চাই না।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সোনারগাঁও অঞ্চলের বারদী ও নোয়াগাও ইউনিয়নের তত্ত্বাবধায়ক মাওলানা ডা. আবু বক্কর রোমান বলেন, সকল দল মিলে যেভাবে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ তাড়িয়ে ছিলাম সেভাবে সব দল মিলে বাংলাদেশ থেকে সন্ত্রাস মাদক ও চাঁদাবাজমুক্ত করব ইনশাআল্লাহ। সনমান্দী ইউনিয়নের ছাত্রদলের সভাপতি মো কবির হোসেন মাদকমুক্ত সোনারগায়ের প্রত্যাশা করে তিনি বলেন, আমরা বাংলাদেশে আর ফ্যাসিবাদ ফিরে আসতে দিব না।

গণঅধিকার পরিষদ নারায়ণগঞ্জ জেলার সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানার সভাপতিত্বে ফ্যাসিবাদের পতন আন্দোলনের জুলাই শহিদের মাগফিরাত ও দোয়া কামনায় ইফতার মাহফিল অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বারদী ইউনিয়ন সভাপতি মোঃ মজিবুর রহমান, সেক্রেটারি হাফেজ কামাল হোসাইন, গণঅধিকার পরিষদের সোনারগাঁও উপজেলার নেতৃবৃন্দ ও ছাত্রদল, বিএনপি,  ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ। 
অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ ড. ইকবাল হোসাইন ভূইয়া। 

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!