মুন্সীগঞ্জে নানা আয়োজন ও কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। বুধবার (২৬ মার্চ) লৌহজং উপজেলা প্রশাসনের আয়োজনে ভোরে সূর্যোদয়ের সঙ্গে ৩১ বার তোপ ধ্বনির মধ্য দিয়ে উপজেলা প্রাঙ্গণে অস্থায়ী শহীদ স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, জাতীয় পতাকা উত্তোলন,পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দিবসের সূচনা করা হয়।
সকাল ৮টার দিকে উপজেলা কমপ্লেক্স মাঠে বাংলাদেশ পুলিশ বাহিনী, আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস ও ডিফেন্স, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজে ও শরীররচর্চায় অশগ্রহণ করে। এছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের খেলাধুলা বালিশ কোল, যেমন খুশী সাজঁ সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নেছার উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ইমরান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাহমিদা লস্কর, উপজেলা কৃষি কর্মকর্তা হাসান উদ দৌলা, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র পোদ্দার, মহিলা কর্মকর্তা আরাধনা কর্মকার, লৌহজং থানা ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. হারুন অর রশীদ, পদ্মা সেতু (উত্তর) থানার ওসি জাকির হোসেন,পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান, সহকারী নির্বাচন কর্মকর্তা মো. জুয়েল রানা প্রমুখ।
মুন্সীগঞ্জের শ্রীনগরেও মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। সুর্যোদয়ের সাথে উপজেলা চত্ত্বরে একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে দিবসের সুচনা করে কেন্দ্রিয় শহিদ মিনারে শহিদ মুক্তিযোদ্ধাদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সকাল সাড়ে ৮ টায় শ্রীনগর স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের সমাবেশ ও বর্ণাঢ্য কুচকাওয়াজ শেষে অংশগ্রহনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এরপর বেলা ১১টায় উপজেলা মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিন উদ্দিন এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার(ভুমি), মোঃ জুবায়ের হাবিব, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ কামরুল ইসলাম, সমাজসেবা অফিসার অনিক রায়, পিআইও তাজুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা শেখ ইউনুস আহম্মেদ, মুন্সীগঞ্জ জেলা সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাঃ সম্পাদক এম কাইয়ুম মাইজভাণ্ডারী, সহ-সভাপতি আবু নাসের খান লিমন,সহ-প্রচার সম্পাদক তাইজুল ইসলাম বিদ্যুৎ, শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ শাকিল আহম্মেদসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :