মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে নরসিংদীর পলাশ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার ৪৭৫ জন বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধণা প্রদান করা হয়েছে।
বুধবার (২৬ মার্চ) বেলা সাড়ে ১১টায় উপজেলা আধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়াম এ সংবর্ধনা দেয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার মাসফিকা হোসেন এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএইচ এম ফখরুল হোসাইন, উপজেলা সমাজসেবা অফিসার লিজা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদার, উপজেলা শিক্ষা অফিসার মাহফুজা খান ইউসুফজী, পলাশ থানার (ওসি) তদন্ত কুতুব উদ্দিন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আয়েশা আক্তার, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মো: নুরুল ইসলাম ও পবিত্র দত্তসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :