নাটোরের লালপুরে নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলের ও স্লোগানের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যা ৭ টার দিকে লালপুর থানার পাশে চরজার্জিরা এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
ভিডিও তে দেখা যাই, সমাবেশে ৩০ থেকে ৪০ জন অংশ নেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বিভিন্ন স্লোগান দেন। এতে নেতৃত্ব দেন নিষিদ্ধ সংগঠনের নাটোর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও লালপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মতিউর রহমান মতির ছেলে সৌরভ ইসলাম।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সন্ধ্যার আলো-আঁধারের মাঝে একটি বাগানে দাঁড়িয়ে আন্দোলনকারীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’, ‘লালপুর থানা ছাত্রলীগ নেতা মোদের শেখ মুজিব’সহ বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বলেন তদন্ত করে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ রাজনৈতিক শক্তি প্রদর্শন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :