মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সরকারি মুকসুদপুর কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ মার্চ) সকাল ১১ টায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ এনামুল হক। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক মোঃ ফিরোজ মাহমুদের সভাপতিত্বে বক্তৃতা করেন প্রভাষক মোঃ আরিফুল ইসলাম, প্রভাষক মোঃ ইমরুল হাসানসহ অনেকে।
গৌরবময় স্বাধীনতা দিবসের এই দিনে আত্মোৎসর্গকারী সকল বীর শহীদ, বীর মুক্তিযোদ্ধা, অসীম সাহসী মুক্তিকামী সকলের কথা স্মরণ করে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দেশকে এগিয়ে নেওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান বক্তারা।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :