AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫, ১৭ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মিরসরাইয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৩


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, চট্টগ্রাম
০৫:১৩ পিএম, ২৬ মার্চ, ২০২৫
মিরসরাইয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক যুবক নিহত হয়েছেন এবং আরও ১২ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, নিহতের নাম জাবেদ।

বুধবার দুপুরে মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার বারৈয়াহাট এলাকায় এ সংঘর্ষ হয়। এ সময় ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা ছিল।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মো. ইরফান বলেন, ‘সম্প্রতি বিএনপির নতুন কমিটি ঘোষণা দেয়। এরপর থেকে  উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান এবং মো. আমিন প্রকাশ কালা আমিনের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে দুপুরে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে  একজন নিহত হয়। আহত হয়েছে ১০ থেকে ১২ জন।’

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন বলেন, ‘কমিটি গঠন নিয়ে কয়েকদিন থেকে বিএনপি দুই পক্ষের উত্তেজনা ছিল। গোয়েন্দা তথ্য ছিল স্বাধীনতা দিবসের দিন ফুল দেওয়ার সময় হামলা হবে। সেই প্রেক্ষিতে উপজেলায় ১৪৪ ধারাও জারি করা হয়। সকাল ১১টায় ১৪৪ ধারা ভেঙ্গে এক পক্ষ শহীদ মিনারে ফুল দেয়। এরপর দুপুরে বারৈয়ার হাট এলাকায় দুই পক্ষ সংঘর্ষে জড়ায়।’

এ ঘটনায় আহতদের একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।

স্থানীয়রা জানায়, গত ২৪ মার্চ উপজেলা বিএনপি, যুবদল ও পৌর বিএনপির কমিটি গঠন হয়। এর জের ধরে ওই দিন থেকেই দুই পক্ষ মুখোমুখি অবস্থান নিয়ে ছিল।

 

একুশে সংবাদ/ই.ট/এনএস

Link copied!