AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০২ এপ্রিল, ২০২৫, ১৮ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলন ও নতুন ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন


Ekushey Sangbad
আব্দুল ওয়াহাব, চাঁপাইনবাবগঞ্জ
০২:৩৯ পিএম, ২৭ মার্চ, ২০২৫
পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলন ও নতুন ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন

ভাঙন ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ও নতুন ইজারা আহ্বান বাতিলের দাবিতে মানববন্ধন করেছে তিন ইউনিয়নের জনসাধারণ l

বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আলাতুলী, দেবিনগর ও শাহজাহানপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, বারবার নদী ভাঙনের শিকার হয়ে আমরা তিনটি ইউনিয়নের বাসিন্দারা নদী পাড়ে বসবাস করছি। পানি উন্নয়ন বোর্ড ২০১৪ থেকে ২০১৬ সালে প্রায় সাড়ে ছয়শত কোটি টাকা ব্যয়ে পদ্মা নদীর তীর সংরক্ষণ বাঁধ নির্মাণ করেছেন। বালু উত্তোলনের ফলে বাঁধের ক্ষতি হচ্ছে এবং ভবিষ্যতে আমাদের এলাকা ভাঙ্গনের মুখে পড়তে পারে। তীর রক্ষা বাঁধ ভেঙ্গে আলাতুলি, দেবিনগর ও শাহাজাহান ইউনিয়নের পদ্মা নদীর বাঁধ ও তীরবর্তী মানুষ হুমকির মধ্যে পড়েছে।

তারা আরও বলেন, ইতোমধ্যে নদীর বাঁধ ভেঙ্গে বেশ কিছু বসতবাড়ী, স্কুল, মাদ্রাসাসহ অনেক শিক্ষা প্রতিষ্ঠান ও আবাদী জমি নদী গর্ভে বিলিন হয়ে গেছে। তিনটি ইউনিয়নবাসী অবৈধ বালু উত্তোলনের কারণে নিজেদের অস্তিত্ব বিলিনের মুখে। এনিয়ে বারবার জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পানি উন্নয়ন বোর্ডকে জানালেও কোন ব্যবস্থা নেয়া হয়নি। উল্টো নতুনভাবে আবারো বালুমহল ইজারা দেয়া হচ্ছে।

মানববন্ধন শেষে পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ও নতুন ইজারা আহ্বান বাতিলের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, স্থানীয় বাসিন্দা মতিউর রহমান কায়সার, আব্দুল আলিম, মো. কাওসার, আব্দুল জলিল, মাসুদ রানাসহ অন্যান্যরা।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!