নরসিংদীর পলাশে অটোরিক্সা ভাড়া করা নিয়ে বিরোধের জেরে সুমন মিয়া (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনার প্রধান আসামী দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে র্যাব- ১১ নরসিংদীর কোম্পানী কমান্ডার সাদমান ইবনে আলমের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃত দেলোয়ার হোসেন (৫০) পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের জয়নগর গ্রামের মৃত মন্তাজ উদ্দিনের ছেলে। নিহত সুমন একই এলাকার আলম মিয়ার ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১০ মার্চ রাতে অটোরিক্সা ভাড়া নিয়ে দ্বন্ধে নিজ বাড়ির সামনে সুমনকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দেলোয়ার সহ ১০ থেকে ১২ জন। পরে এই ঘটনায় ১১ মার্চ রাতে নিহতের মা বাদি হয়ে দশজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ১০ থেকে ১২ জনকে আসামী করে পলাশ থানায় একটি মামলা দায়ের করেন।
এরই প্রেক্ষিতে আসামী গ্রেপ্তারের অভিযানে নামে র্যাব-১১। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর এটি টিম নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের মুড়াপার এলাকায় অভিযান চালিয়ে বুধবার (২৬ মার্চ) দিবাগত রাত ২টার দিকে দেলোয়ারকে গ্রেপ্তার করে। হত্যা কান্ডের পর আত্মগোপনে ছিলো সে। তাকে পলাশ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :