কালীগঞ্জ উপজেলা বাহাদুরশাদী ইউনিয়ন জামায়াত ইসলামীর উদ্যোগে ৫শত দুঃস্থ গরীব ও অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা জামায়াতের আমীর মাওলানা মাহমুদুল হাসান এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।
শুক্রবার (২৮ মার্চ) বিকেলে বাহাদুরশাদী ইউনিয়নের খলাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। বাহাদুরশাদী ইউনিয়নের বাইতুল মাল সম্পাদক আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমীর হাফেজ নজরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াত ইসলামীর আমীর মাওলানা মাহমুদুল হাসান।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা জামায়তের নায়েবে আমীর মাওলানা বদিউজ্জামান, থানা বাইতুল মাল সম্পাদক মো. মোহামুদুল্লাহ, থানা ওলামা পরিষদের সেক্রেটারী শিহাব উদ্দিন, পৌর জামায়াতের নায়েবে আমীর মাওলানা আনোয়ার হোসেন, পৌর সূরা ও কর্মপরিষদ সদস্য মো. আরিফুল ইসলাম, রাকিব, রাজু, আসলাম, ওমর ফারুকসহ সকল ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
এ সময় প্রধান অতিথি বলেন, আর্তমানবতার সেবায় ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছে জামায়াতের নেতাকর্মীরা। ইতোমধ্যে উপজেলাকে কয়েকটি ভাগে বিভক্ত করে এসব খাদ্যসামগ্রী বিতরণ করছি। আমরা অসহায় খেটে খাওয়া দিনমজুরসহ সমাজের সব মানুষের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই। এ কাজে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
পরে পৌর সভার চৈতারপাড়া এলাকায় ৬ টি দুঃস্থ গরীব ও অসহায় পরিবারকে জামায়াতের পক্ষ হতে ৬ টি ছাগল উপহার দেয়া হয়।
একুশে সংবাদ// এ.জে
আপনার মতামত লিখুন :