পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ৮ দিন বন্ধ থাকবে দেশের একমাত্র চারদেশীয় স্থলবন্দর পঞ্চগড়ের বাংলাবান্ধা। ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটির কারণে আট দিন কোনো প্রকার আমদানি-রপ্তানি হবে না। তবে বন্ধের সময়েও স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভিসাধারীরা স্বাভাবিক যাতায়াত করতে পারবেন।
শুক্রবার (২৮ মার্চ) রাতে বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেডের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্থলবন্দর সূত্র জানায়, ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২৯ মার্চ (শনিবার) থেকে ৫ এপ্রিল (শনিবার) ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা করা হয়। তবে ৬ এপ্রিল (রবিবার) সকাল থেকে আবারো বন্দরের কার্যক্রম স্বাভাবিক হবে।
একুশে সংবাদ// এ.জে
আপনার মতামত লিখুন :