বিশ্ব শান্তি ও দেশ মাতৃকায় সকল জীবের মঙ্গল কামনায় অষ্ট প্রহর ব্যাপী নামযজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে। নামযজ্ঞের দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম।
বৃহস্পতিবার সন্ধ্যায় ৭টায় মোংলা উপজেলার মালগাজী কালী মন্দ্রির চত্বরে অনুষ্টিত নামযজ্ঞ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তিনি।
এ সময় বিএনপির কেন্দ্রিয় এ নেতা বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশে যেন অশুভ শক্তি ফিরে না আসে তার জন্য আমাদের সকল ধর্মের মানুষদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
হিন্দুদের পাশে বিএনপির নেতাকর্মীরা ছায়া হয়ে থাকবে। হিন্দু সম্প্রদায়ের সবাই এ দেশের নাগরিক। আপনারা কেউ দুর্বল নন। আপনাদের পাশে বিএনপির নেতাকর্মীরা ছায়া হয়ে থাকবে। যাতে করে কোনো দুষ্কৃতকারী, চক্রান্তকারীরা আপনাদের দিকে চোখ তুলে তাকাতে না পারে
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি নেতা স, ম ফরিদ উদ্দিন, বিএনপি নেতা মাহবুবুর রহমান মানিক, এমরান হোসেন, ওয়াহিদুজ্জামান মুরাদ, সাবেক উপজেলা বিএনপি`র সভাপতির সুযোগ্য সন্তান বিএনপি নেতা মোঃ ফকরুল ইসলাম মৃধা, চিলা ইউনিয়ন বিএনপি নেতা মোঃ ঝংকার ফকির, চিলা ইউনিয়ন বিএনপি নেতা মোঃ বাবুল হাওলাদার। নামযজ্ঞ অনুষ্টারের সভাপতি শচীন মন্ডল, সাধারণ সম্পাদক শিমুল সরকার, রামপাল উপজেলা বিএনপি নেতৃবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের নেতা নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যাক ভক্ত বৃন্দরা।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :