রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ক্যানালঘাট এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে দ্রুতগতির মাইক্রোবাসের ধাক্কায় শাবানা আক্তার (৩০) নামের এক বাকপ্রতিবন্ধী নারী নিহত হয়েছেন। এ ঘটনায় ফাতেমা আক্তার পিংকি (১০) নামে এক শিশু গুরুতর আহত হয়েছে।
নিহত শাবানা আক্তার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের কিয়ামউদ্দিন মোল্লা পাড়ার গহের প্রামাণিকের স্ত্রী। আহত পিংকি একই এলাকার ইদ্রিস পাড়ার বাসিন্দা বাবলু মিয়ার মেয়ে।
রবিবার (৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ঢাকা-গামী একটি মাইক্রোবাস (ঢাকা চ-১২-৪১৪৬) দৌলতদিয়া ক্যানালঘাট এলাকায় পৌঁছালে রাস্তা পার হওয়ার সময় শাবানা আক্তারকে ধাক্কা দেয়। সঙ্গে থাকা পিংকিও ধাক্কায় আহত হয়।
তাদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শাবানাকে মৃত ঘোষণা করেন। পিংকির অবস্থা গুরুতর হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শরিফ ইসলাম জানান, পিংকির পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে। তার পায়ের অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার পরপরই আহলাদি পুর থানা পুলিশ গাড়িটি জব্দ করে। আলাদীপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম শেখ বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি ও চালককে আএক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :