AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মান্দায় কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন


মান্দায় কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

নওগাঁর মান্দায় পারিবারিক বিরোধের জেরে চাইনিজ কুড়াল দিয়ে এক ব্যক্তিকে হত্যার চেষ্টা করার ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে স্থানীয়দের আয়োজনে সংবাদ সম্মেলন এবং প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ এপ্রিল) বিকেল ৫টার দিকে দেলুয়াবাড়ি বাজারের মুরগিপট্টি এলাকায় এই সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা আয়োজন করা হয়।

ভুক্তভোগী ব্যক্তি আব্দুর রাজ্জাক ভুট্টু (৫৫) জানান, গত ১ এপ্রিল ঈদের পরের দিন দেলুয়াবাড়ি বাজারের মুরগিপট্টি এলাকায় পূর্বপরিকল্পিতভাবে তাকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে জখম করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মান্দা হাসপাতালে ভর্তি করলেও তার অবস্থা গুরুতর হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

ভুক্তভোগী আব্দুর রাজ্জাক ভুট্টু সংবাদ সম্মেলনে বলেন, "অভিযুক্তরা হলেন কির্তলী গ্রামের শাহাবুদ্দীন খাজা, তার ছেলে শরীফ হোসেন ও আশরাফুল ইসলাম। শাহাবুদ্দীন খাজার ছেলে শরীফ হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজী, জিম্মি করে টাকা আদায়সহ একাধিক মামলা রয়েছে। বিগত সরকারী দলের ছত্রছায়ায় এসব অপকর্ম করেছে, এখন একইভাবে বিএনপির ছত্রছায়ায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে।"

এছাড়া, অন্য ভুক্তভোগী আনিছুর রহমান জানায়, তার পেঁয়াজপট্টি এলাকায় থাকা দোকানঘরটি দখল করেছে অভিযুক্তরা এবং দোকান ফেরত চাওয়ার কারণে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।

এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি। তবে, এজাহার পেলে অভিযুক্তদের গ্রেপ্তারসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনার প্রতিবাদে স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। তারা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার এবং তাদের বিচারের দাবি জানিয়েছেন।

 

একুশে সংবাদ/বিএইচ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!