AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিলেটে কেএফসি-বাটা ভাঙচুর: ইসরায়েলি পণ্য বর্জনের প্রতিবাদ


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,সিলেট
০৬:১৭ পিএম, ৭ এপ্রিল, ২০২৫
সিলেটে কেএফসি-বাটা ভাঙচুর: ইসরায়েলি পণ্য বর্জনের প্রতিবাদ

গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে সিলেটে বিক্ষোভকারীরা ফাস্ট ফুড চেইন কেএফসিতে ভাঙচুর চালিয়েছেন। তারা অভিযোগ করেছেন যে কেএফসি এখানে ইসরায়েলি কোমল পানীয় বিক্রি করছে, যা তারা মেনে নিতে অস্বীকার করেন। এই ঘটনার পাশাপাশি বাটা শোরুমেও হামলা চালানো হয়, যেখানে ব্যাপক ভাঙচুর করা হয়।

সোমবার বিকাল ৩টার দিকে সিলেটের মিরবক্সটুলা এলাকায় কেএফসি এবং দরগা গেইট এলাকার বাটার শোরুমে হামলার ঘটনা ঘটে। সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ওসি মো. জিয়াউল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল কেএফসির সামনে দিয়ে যাওয়ার সময় কিছু বিক্ষোভকারী সেখানে হামলা শুরু করেন। তারা কেএফসির ভিতরের কোমল পানীয় রাস্তায় ফেলে নষ্ট করে এবং লাঠি দিয়ে গ্লাস ভেঙে ফেলেন, ফলে কেএফসি বন্ধ হয়ে যায়। একই মিছিলের অংশ হিসেবে বিক্ষোভকারীরা পাশের বাটার শোরুমে গিয়ে গ্লাস ভাঙচুর করেন, এবং দোকানের কর্মীরা ভয়ে বাইরে চলে যান।

বিক্ষোভকারীরা বলেন, "নিরস্ত্র ফিলিস্তিনিদের হত্যাকারী ইসরায়েলের কোনো প্রতিষ্ঠানকে আমাদের দেশে স্থান দেওয়া যাবে না।" তারা আরও বলেন, "এটি শুধু একটি অঞ্চলের সমস্যা নয়, এটি পুরো মুসলিম বিশ্বের প্রতি আঘাত। ইসরায়েলের বর্বরতা বন্ধ করতে বিশ্ব নেতাদের এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে।"

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিবাদে সিলেট নগরীতে বিভিন্ন সংগঠন ব্যানারে বিক্ষোভ মিছিল করেছে। সোমবার সকাল ১১টার দিকে নগরীর বিভিন্ন পাড়া-মহল্লার বাসিন্দারা স্লোগানে স্লোগানে মিছিল নিয়ে প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেন। চৌহাট্টা এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বন্দরবাজারের কোর্ট পয়েন্ট পর্যন্ত বিভিন্ন সংগঠনের ব্যানারে প্রতিবাদ মিছিল চলতে থাকে।

এছাড়া, সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভকারীরা ‘তুমি কে, আমি কে, ফিলিস্তিনি ফিলিস্তিনি’, ‘ইসরায়েলের বন্ধুরা, হুঁশিয়ার সাবধান’, ‘বয়কট ইসরায়েল’ এবং ‘ফিলিস্তিন ফিলিস্তিন, জিন্দাবাদ’ স্লোগান দেন।

এদিকে, সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় নার্সিং কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন এবং বিভিন্ন মোবাইল কোম্পানির কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন করেন।

 

একুশে সংবাদ/বিএইচ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!