নড়াইলের লোহাগড়া উপজেলায় গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে সাবেক সেনা সদস্য মো. আকবার হোসেন হত্যার ঘটনায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সোমবার (৭ এপ্রিল) লোহাগড়া থানার পুলিশ ৩ নম্বর আসামি মো. জাকারিয়া মোল্যা (৫৫) ও ১০ নম্বর আসামি সাদ্দাম হোসেন (মো. জাহিদুল ইসলাম)কে গ্রেফতার করেছে। তারা লাহুড়িয়া ইউনিয়নের লাহুড়িয়া পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা।
হত্যাকাণ্ডটি ৩১ মার্চ ঘটে, যেখানে দীর্ঘদিনের আধিপত্য বিস্তার নিয়ে লাহুড়িয়া পশ্চিমপাড়া গ্রামে মনিরুল জমাদ্দার ও মিল্টন জমাদ্দাদার গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এক পর্যায়ে তুচ্ছ ঘটনায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে মো. আকবার হোসেনকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। আহত আকবার হোসেনকে মাগুরা জেলার মোহাম্মদপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান জানান, হত্যাকাণ্ডের সাথে জড়িত দুই আসামি গ্রেফতার হয়েছে এবং বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :