AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বান্দরবানের লামায় অস্ত্রের মুখে ৮ শ্রমিককে অপহরণ


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, বান্দরবান
০৩:২৭ পিএম, ৮ এপ্রিল, ২০২৫
বান্দরবানের লামায় অস্ত্রের মুখে ৮ শ্রমিককে অপহরণ

বান্দরবানের লামা উপজেলায় অস্ত্রের মুখে ৮ তামাক শ্রমিককে অপহরণ করেছে দুর্বৃত্তরা।

সোমবার (৭ এপ্রিল) গভীর রাতে উপজেলার সরই ইউনিয়নের লেমুপালং এলাকার একটি তামাক খামার থেকে তাদের অপহরণ করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সরই ইউনিয়নের দুর্গম ৯ নম্বর ওয়ার্ড লেমু পালং এলাকার তামাক ক্ষেতের একটি খামার বাড়িতে রাত্রিযাপন করছিল ৮ তামাক শ্রমিক। সোমবার রাত ১টার দিকে একদল অস্ত্রধারী সন্ত্রাসী সেখানে হানা দিয়ে অস্ত্রের মুখে ৮ তামাক শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়।

মঙ্গলবার (৮ এপ্রিল) ভোরে বিষয়টি জানাজানি হলে পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অপহৃতদের উদ্ধারে অভিযান শুরু করে। তবে, কে বা কারা তাদের অপহরণ করেছে, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

ধারণা করা হচ্ছে পাহাড়ি অস্ত্রধারী সন্ত্রাসী গ্রুপ মুক্তিপণ আদায়ের জন্য অপহরণ করে থাকতে পারে। জায়গাটি দুর্গম ও মোবাইল নেট না থাকায় অভিযান পরিচালনা করতেও বেগ পেতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীকে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম বলেন, লামার সরই থেকে ৮ তামাক শ্রমিককে অপহরণ করা হয়েছে। কারা অপহরণ করেছে সে বিষয়ে কিছু জানা যায়নি। অপহৃতদের উদ্ধারে অভিযান চলছে।

উল্লেখ্য, এর আগেও বেশ কয়েকবার লামায় বিভিন্ন কাজের নিয়োজিত শ্রমিকদের অপহরণ করে সন্ত্রাসীরা। সর্বশেষ গত ১৬ই ফেব্রুয়ারী লামার ফাঁসিয়াখালী ইউনিয়নের গয়ালমারা এলাকা থেকে ২৬ জন রাবার শ্রমিককে অপহরণ করেছিল অপহরণকারীরা। পরে দুদিন মুক্তিপণের বিনিময়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে অপহরণ চক্রের বেশ কয়েকজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। 
 

একুশে সংবাদ/আ.ট/এনএস

Shwapno
Link copied!