“সাহসী ও দায়িত্বশীল আগামীর প্রজন্ম”—এই স্লোগানে ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বাংলাদেশ স্কাউটস দিবস।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল থেকে উপজেলা স্কাউটসের উদ্যোগে আয়োজিত হয় আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা এবং গ্র্যান্ড ইয়েল অনুষ্ঠান। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা স্কাউটস ভবনে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে ২০২৪ সালের গৌরীপুর উপজেলার পাশলা অ্যাওয়ার্ডপ্রাপ্ত ২৪ জন শিক্ষার্থীকে গ্র্যান্ড ইয়েল প্রদান করা হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, স্কাউটস সদস্য, শিক্ষার্থী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অংশগ্রহণ করেন।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :