শেরপুর সদর উপজেলার কামারেরচর বাজারস্থ ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ উম্মে সালমা বিদ্যানিকেতন এর ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোআ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১০ টায়, বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে বিদায় সংবর্ধনা ও দোআ মাহফিলটি অনুষ্ঠিত হয় ৷
উম্মে সালমা বিদ্যানিকেতনের ম্যানেজিং কমিটির সভাপতি পীরে কামেল মাওলানা আজিজুর রহমান বড় হুজুর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ৪নং চর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ মোকছেদ আলী, সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন- আব্দুল হাই খান ৷
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কামারের চর কলেজের সহকারি অধ্যাপক আবু বক্কর সিদ্দিক, মোঃ আমিনুল ইসলাম ও শরীর চর্চা বিভাগের শিক্ষক মোঃ জুলহাস ৷
সভাপতি মাওলানা আজিজুর রহমান পরীক্ষার্থী ও অন্যান্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশানমূলক বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করেন৷ এসময় বিদ্যালয়টির পরিচালক মাওলানা শেখ ফরিদ ও সহকারি পরিচালক মোঃ মনিরুজ্জান মনির পরীক্ষার্থী শিক্ষার্থীদের পরীক্ষার কেন্দ্রে বিভিন্ন করণীয় ও বর্জনীয় দিক তুলে ধরেন ৷
বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন- এ বিদায় ক্ষণস্থায়ী তুমাদের উন্নত শিখরে পৌঁছতে এই বিদায় নিতেই হবে৷ জীবনে সফল হতে হলে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে৷ ধৈর্য্য ও পরিশ্রমের মাধ্যমে জীবনের প্রতিটি ধাপ অতিক্রম করতে হবে ৷ তারা আরও বলেন- তুমরা ভালো ফলাফলের মাধ্যমে তুমাদের বাবা-মা ও এই বিদ্যালয়ের সুনাম বয়ে আনবে এই প্রত্যাশা রইলো৷
এসময় বিদ্যালয়ের সহকারি শিক্ষক আঃ হালিমের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন,উম্মে সালমা বিদ্যা নিকেতনের সহকারি শিক্ষক সাংবাদিক মুরাদ, সিফাত, বিল্লাল ও লায়লাসহ প্রমূখ ৷
পরে বিদায়ী পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, উম্মে সালমা বিদ্যা নিকেতনের সহকারি শিক্ষক হাফেজ নুর মোহাম্মদ ৷
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :