১লা বৈশাখ ১৪৩২ উদযাপন উপলক্ষে প্রশাসনের আয়োজনে বুধবার উপজেলা প্রশাসনের দরবার হলরুমে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নাসিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সরকারি কর্মকর্তা, স্থানীয় রাজনীতিক দলের প্রতিনিধি, সাংস্কৃতিক প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অফিসার ইনচার্জ মোঃ আসাদুর রহমান, উপজেলা কৃষি অফিসার আরজু আক্তার, প্রাণিসম্পদ অফিসার ডাক্তার সজল দাস, গলাচিপা পল্লী বিদ্যুৎ এর জিএম মোহাম্মদ সিদ্দিকুর রহমান, গণ অধিকার পরিষদের আহবায়ক মোঃ হাফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ জাফর রানা, প্রেসক্লাব সভাপতি মু: খালিদ হোসেন মিল্টন, বিএনপির সাবেক পৌর সভাপতি মোঃ রফিকুল ইসলাম খান, সাবেক দপ্তর সম্পাদক আব্দুস সোবাহান, প্রভাষক হারুনুর রশিদ প্রমুখ।
সভায় সাংস্কৃতিক মন্ত্রণালয়ের নির্দেশক্রমে আগামী এপ্রিল মাসের পহেলা বৈশাখ উপলক্ষে বর্ষবরণের আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা, হাসপাতাল ও এতিমখানায় খাবার পরিবেশনসহ নানা কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :