কিশোরগঞ্জের ভৈরবে অস্ত্রের মুখে ব্যবসায়ীকে জিম্মি করে টাকা আদায়ের অভিযোগে দুই ডিবি পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। অভিযুক্তরা হলেন—এসআই দেলোয়ার হোসেন ও এসআই ইসমাইল।
অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে ভৈরবের মানিকদী নতুন বাজার এলাকার মুদির দোকান থেকে ব্যবসায়ী আমির হোসেনকে তুলে নিয়ে যায় ছয়জন ডিবি পুলিশ সদস্য। পরে তাকে পার্শ্ববর্তী কুলিয়ারচরের বিভিন্ন স্থানে ঘোরানোর পর স্টিল ব্রিজ এলাকায় নিয়ে ৫ লাখ টাকা দাবি করা হয়। অবশেষে রাত ১০টার দিকে পরিবার থেকে ১ লাখ ৯৩ হাজার টাকা নেওয়ার পর তাকে মুক্তি দেওয়া হয়।
ব্যবসায়ী আমির হোসেন জানান, টাকা না দিলে তাকে ক্রসফায়ারে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়েছিল। পরিবারের সদস্যরা ধারদেনা করে টাকা জোগাড় করে তাকে মুক্ত করেন।
ঘটনার পর আমির হোসেন পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেন। পুলিশ সুপার মো. হাসান চৌধুরী জানান, অভিযোগ পাওয়ার পর দুই ডিবি সদস্যকে ক্লোজড করা হয়েছে এবং একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে দোষী প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
অভিযুক্ত এসআই দেলোয়ার হোসেন সকল অভিযোগ অস্বীকার করেছেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :