AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজবাড়ীর বিচ্ছিন্ন চর কুশাহাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ গরু পুড়ে ছাই


রাজবাড়ীর বিচ্ছিন্ন চর কুশাহাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ গরু পুড়ে ছাই

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের বিচ্ছিন্ন চর কুশাহাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি গরু, তিনটি টিনের ঘর এবং ঘরে সংরক্ষিত ১১ মন ধানসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী পুড়ে গেছে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েছে জুয়েল মোল্লা নামক এক কৃষক পরিবার। বর্তমানে তারা খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাচ্ছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) রাত ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বুধবার (৯ এপ্রিল) সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, গোয়ালন্দ উপজেলার এক নম্বর ওয়ার্ডের কুশাহাটা চরে স্থানীয় জামাল মোল্লার ছেলে জুয়েল মোল্লার বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে।

স্থানীয় বাসিন্দা জহুরুল ইসলাম জানান, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। চরাঞ্চলটি চারদিকে পানি পরিবেষ্টিত হওয়ায় সেখানে পৌঁছাতে দেরি হয়, ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আশপাশের মানুষ আগুন নেভাতে চেষ্টা করলেও ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

ঘটনার সময় বাড়িতে কেউ না থাকায় প্রাণহানির ঘটনা ঘটেনি, তবে পরিবারের মূল আয়ের উৎস ১১টি গরু পুড়ে মারা যাওয়ায় চরম সংকটে পড়েছে জুয়েল মোল্লার পরিবার। কান্নাজড়িত কণ্ঠে জুয়েল মোল্লা বলেন, ‘আমার আর কিছুই রইলো না। ঘর-বাড়ি, গরু, খাবার সব পুড়ে গেছে। এখন পরিবার নিয়ে কোথায় থাকবো, কি খাবো কিছুই বুঝতে পারছি না।’

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদুর রহমান বলেন, ‘এটি একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। ক্ষতিগ্রস্ত পরিবারটিকে দ্রুত ত্রাণ সহায়তা দেওয়ার প্রক্রিয়া চলছে। বিষয়টি জেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তরকে জানানো হয়েছে।’

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!