নওগাঁর নিয়ামতপুর উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরের খরিপ-১ মৌসুমে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ৬ হাজার ৫২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন তিল ও উফশী আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বুধবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আনুষ্ঠানিকভাবে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রেজাউল করিম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, উপজেলা সমবায় কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ, ভাবিচা ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য আঞ্জুআরা বেগমসহ অনেকে।
কৃষি কর্মকর্তা কামরুল হাসান জানান, খরিপ মৌসুমে ৮টি ইউনিয়নের ৬ হাজার ৫০০ জন কৃষকের মধ্যে উফশী আউশ ধানের বীজ ৫ কেজি, ডিএপি সার ১০ কেজি এবং এমওপি সার ১০ কেজি করে বিতরণ করা হয়েছে। এছাড়াও গ্রীষ্মকালীন তিল চাষে উৎসাহ দিতে ২০ জন কৃষকের মাঝে ১ কেজি তিল বীজ, ১০ কেজি ডিএপি এবং ৫ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে।
এই প্রণোদনার মাধ্যমে কৃষকদের উৎসাহিত করা এবং তাদের উৎপাদন ব্যয় কমিয়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য বলে জানান কর্মকর্তারা।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :