AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মতুয়া মন্দিরে ভক্তদের মিলনমেলায় কাজী খায়রুজ্জামান শিপন


মতুয়া মন্দিরে ভক্তদের মিলনমেলায় কাজী খায়রুজ্জামান শিপন

বিএনপি সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে উল্লেখ করে বাগেরহাট জেলা বিএনপির নেতা কাজী খায়রুজ্জামান শিপন বলেছেন, “তারেক রহমানের নির্দেশনায় এই দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান—সব ধর্মের মানুষ তাদের পূর্ণ নাগরিক অধিকার নিয়ে স্বাধীনভাবে বসবাস ও ধর্মচর্চা করবে।”

বুধবার (৯ এপ্রিল) দুপুরে মোরেলগঞ্জ পৌরসভায় শ্রী শ্রী গোপাল চাঁদ সাধু ঠাকুরের ধামে ১০৩তম বারুণী স্নান উৎসব উপলক্ষে সেরেস্তাদার বাড়ি হরিগুরুচাঁদ মতুয়া মন্দিরে ভক্তদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, “সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সম্প্রদায়ের পাশে দাঁড়াতে হবে। এ দেশ সব ধর্ম-বর্ণের মানুষের, তাই সম্প্রীতির বন্ধন অটুট রাখতে হবে।”

অনুষ্ঠানে হরিনাম সংকীর্তনে অংশ নিয়ে হাজারো নারী-পুরুষ ডঙ্কা, ডোল-কাসা সহযোগে পরিবেশনা করেন devotional সংগীত। পুরো এলাকা মুখরিত হয় ভক্তিমূলক সুরে।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল জব্বার মোল্লা, পৌর বিএনপি আহ্বায়ক শিকদার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক পদপ্রার্থী আসাদুজ্জামান মিলন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন জোমাদ্দার, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সামাদ হোসেন ফকির, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম, বিএনপি নেতা দীপক কর্মকারসহ স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও ভক্তবৃন্দ।

এই আয়োজনে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে।

 

একুশে সংবাদ/বিএইচ

 

 

Shwapno
Link copied!